thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে : খালেদা জিয়া

২০১৪ জানুয়ারি ২৭ ২৩:২১:০৮
সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে : খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সরকার জনসমর্থন হারিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া। তিনি বলেন, এ সরকার অবৈধ। তাদের আইনগত কোনো বৈধতা নেই। জনগণ তাদের কোনো সমর্থন দেয়নি। জোর করে তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সোমবার রাতে এ সব কথা বলেন তিনি। রাত পৌনে ৯টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া বলেন, ‘এ সরকারের লোকেদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এ দেশের মানুষ নন।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইনজীবীরা গণতান্ত্রিক আন্দোলনে আমার সঙ্গে আছেন, অতীতেও ছিলেন।

তিনি বলেন, আমি আপনাদের বলব- আপনারা হতাশ হবেন না। আপনারা সরকারের বিরুদ্ধে আইনগত লড়াই চালিয়ে যান। আমি আপনাদের সঙ্গে আছি। জনগণ আপনাদের পাশে থাকবে। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

যৌথবাহিনীর অভিযান সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যৌথবাহিনীর অভিযানের নামে প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এরা কারা? বাংলাদেশের মানুষ তো তার ভাইয়ের ওপর গুলি চালাতে পারে না।

কিভাবে তারা তাদের ভাইয়ের ওপর গুলি চালায়- এমন প্রশ্ন রেখে খালেদা জিয়া বলেন, ‘আমরাও তো সরকারে ছিলাম। কই আমাদের সময় তো কোনো রাজনৈতিক নেতাকে গুলি করার অর্ডার দেইনি।’

এ সময় তিনি রাজনৈতিক নেতাদের হত্যা করে সরকার ক্রসফায়ার নামে নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বলেন, এর পরিণতি ভয়াবহ হবে এটা তাদের বোঝা উচিত।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট লুৎফর আলম, অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহামুদ হাসান, অ্যাডভোকেট মোহাম্মাদ মহসিন মিয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মল্লিক শফি উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট একেএম সোহরাব, অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট আবুল কালাম খান, অ্যাডভোকেট এখলাসুর রহামন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট খন্দকার দিদারুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর