thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পরিবেশ আন্দোলন ও সংগঠনের সম্মেলন ৩-৪ জানুয়ারি

২০১৩ নভেম্বর ০২ ১৭:০৭:৩৯
পরিবেশ আন্দোলন ও সংগঠনের সম্মেলন ৩-৪ জানুয়ারি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: বাংলাদেশের পরিবেশ রক্ষায় দক্ষিণ এশীয় দেশগুলোর পরিবেশ আন্দোলন ও সংগঠনগুলো বিশেষ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এই সম্মেলন আয়োজন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২০১৪ সালের ৩ ও ৪ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বাপার সহ-সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, বেন কো-অর্ডিনেটর ড. নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পদক ডা. মো. আবদুল মতিন ও বেন প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মো. আবদুল মতিন।

লিখিত বক্তব্যে আবদুল মতিন বলেন, ‘এক যুগেরও বেশি সময় চলার পর বালাদেশ পরিবেশ আন্দোলনের একটি সালতামামি প্রয়োজন। পরিবেশ আন্দোলন আরও এগিয়ে যাওয়ার জন্য এ সম্মেলন প্রয়োজন।
তিনি আরও বলেন, সম্মেলনে ভারত ও নেপালের পরিবেশ আন্দোলনের নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনে ঐ দুই দেশের সঙ্গে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করা হবে।
(দিরিপোর্ট২৪/এনটি/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর