thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মোদি ও রাহুলকে নিয়ে বিতর্কিত টুইট, ফের সমালোচিত কেজরিওয়াল

২০১৪ জানুয়ারি ২৮ ১০:৩৯:৪৮
মোদি ও রাহুলকে নিয়ে বিতর্কিত টুইট, ফের সমালোচিত কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : সমালোচনা যেন পিছু ছাড়ছে না নয়াদিল্লির নয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সরকার গঠনের এক মাসের মাথায় সংসদ সদস্য বিনোদ কুমার বিন্নিকে বহিষ্কার ও কয়েকজন পুলিশ সদস্যের পদত্যাগের দাবির পর এবার নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত টুইট করে ফের সমালোচিত হয়েছেন তিনি।

কেজরিওয়াল সোমবার স্থানীয় সময় রাত ১১টার আগে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানির একটি টুইটার রি-টুইট করেন। ওই টুইটারে বিশাল লিখেছেন, ‘মুখ্য ও খুনির মাঝে পড়ে...এখন কী করবে ভারত?’

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর দেওয়া সাক্ষাৎকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার কিছুক্ষণ পর বিশাল দাদলানি এই টুইট করেন।

দাদলানি ওই টুইটে রাহুল ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।

কেজরিওয়ালের আম আদমি পার্টির সমর্থক দাদলানি এর আগেও বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন। তবে ওই টুইট নিয়ে কেজরিওয়ালের ভূমিকা অনেকেরই ভ্রুকূটির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির নির্মলা সিথারামাম কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, তার একটি সামজিক মাধ্যমে এ ধরনের ভাষা ব্যবহার করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর টুইট করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত বলে হুঁশিয়ার করেছেন তিনি। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর