thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল 25, ১১ বৈশাখ ১৪৩২,  ২৫ শাওয়াল 1446

জামিন পেলেন মহিউদ্দিন চৌধুরী

২০১৪ জানুয়ারি ২৮ ১১:১২:৫০ ২০১৪ জানুয়ারি ২৮ ১৩:৪০:০০
জামিন পেলেন মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম অফিস : আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতি মামলায় জামিন পেলেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন।

চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ এস এম আতাউর রহমানের আদালতে মঙ্গলবার সকালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

একই আদালত সোমবার মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালে মামলাটি করে। এ মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন গরহাজির থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

(দ্য রিপোর্ট/এমকে/জেএম/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর