thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

আইসিবির আট ফান্ডের অর্ধ বার্ষিক প্রতিবেদন প্রকাশ

২০১৪ জানুয়ারি ২৮ ১১:১২:২৮
আইসিবির আট ফান্ডের অর্ধ বার্ষিক প্রতিবেদন প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আট মিউচ্যুয়াল ফান্ডের অর্ধ বার্ষিক (জুলাই’১৩-ডিসেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিকে আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ১৫.১৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮৪ লাখ ১০ হাজার টাকা এবং ১১.২২ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৮৮ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৮.৮৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা এবং ৭.৬৯ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি তৃতীয় মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ১১.৮৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা এবং ১১.১১ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি চতুর্থ মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ১২.৯৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা এবং ১১.২৪ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি পঞ্চম মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ১০.৬৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৬০ লাখ টাকা এবং ১০.৬৭ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি ষষ্ঠ মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৩.২৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা এবং ২.৮৯ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি সপ্তম মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৬.৯২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা এবং ৬.৬২ টাকা।

অর্ধ বার্ষিকে আইসিবি অস্টম মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৪.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা এবং ৩.৪৮ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর