thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘নির্বাচন চাইলে ফরহাদ মজহারের পিছু ছেড়ে দিন’

২০১৩ নভেম্বর ০২ ১৭:৪১:২৪
‘নির্বাচন চাইলে ফরহাদ মজহারের পিছু ছেড়ে দিন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন করতে চাইলে ফরহাদ মজহারের পিছু ছেড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার সকালে আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহবান জানান।

কাদের সিদ্দিকী আরো বলেন, ফরহাদ মজহারের কিছুই হবে না।

তিনি তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হাসানুল হক ইনু আগে যে সকল কর্মকাণ্ড করেছেন তাতে তার তথ্যমন্ত্রী না হয়ে তথ্যসন্ত্রাসী হওয়া দরকার ছিল।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলেন, স্বাধীনতার সময় মহিউদ্দিন খান আলমগীর পাকিস্তান সরকারের একজন স্থায়ী কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি আজ আপনাদের দলের বলে রাজাকার হয়েও মুক্তিযোদ্ধা হবেন এটা ঠিক নয়।

ড. তুহিন মালিক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার মত থেকে ভিন্ন কেউ হলেই আপনি আর তাদের সহ্য করতে পারেন না। আপনার একরোখামির কারণেই দেশে অশান্তি শুরু হয়েছে। এই অশান্তির শুরু হয়েছে ফরহাদ মজহারকে দিয়ে, শেষ কোথায় তা কেউ জানে না।

ড. আকবর আলী খান বলেন, বর্তমানে দেশের রাজনীতিকরা একজোট অন্যজোটকে নিশ্চিহ্ন করার নেশায় মেতেছে। রাজনীতি এখন চরমপন্থীদের হাতে চলে গেছে। অনিশ্চয়তার কালো মেঘ জাতিকে ঢেকে রেখেছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ফরহাদ মজহারের পুরো বক্তব্য প্রকাশ করা হয়নি আর এর জন্যই সমস্যার শুরু হয়েছে। তাছাড়া ফরহাদ মজহারের জন্য নয়, দেশ আক্রান্ত হওয়া শুরু করেছে পঞ্চদশ সংশোধনীর পর থেকে।

বৈঠকে উপস্থিত ছিলেন ফরহাদ মজহার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জাফরুল্লাহচৌধুরী, আসিফনজরুল, মাহবুবউল্লাহ, মাহফুজউল্লাহ, কবিআলমাহমুদ, শফিকরেহমানসহআরোঅনেকে

(দিরিপোর্ট২৪/মৌমিতা/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর