thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

সাঈদীর পক্ষে আপিলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

২০১৪ জানুয়ারি ২৮ ১২:৩১:৩৭ ২০১৪ জানুয়ারি ২৮ ১৩:৪০:০০
সাঈদীর পক্ষে আপিলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আপিল বিভাগে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে মঙ্গলবার দুপুর ১২টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী এসএম শাহজাহান।

তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে এক নম্বর সাক্ষীর মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল বার বছর। আর দ্বিতীয় সাক্ষী ঘটনার সময় এলাকায় ছিলেন না। সুতরাং তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।

এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর : ৩৯ ও ৪০) দাখিল করেন।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেন রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।

(দ্য রিপোর্ট/এসএফ/ইইউ/জেএম/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর