thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আদুরি সোমবার বাড়ি ফিরবেন

২০১৩ নভেম্বর ০২ ১৭:৫০:৩৯
আদুরি সোমবার বাড়ি ফিরবেন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্যাতিত শিশু আদুরি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সোমবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মুসফিকুর রহমান শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ‘আদুরিকে ২৩ সেপ্টেম্বর প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম। তখন তার ওজন ছিল মাত্র ১৭ কেজি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কেজি।’

তিনি আরো জানান, ‘তার এই সুস্থতা আপনাদের জন্য, আমাদের জন্য। সে এখন পুরোপুরি সুস্থ। এখানে আর বেশিদিন থাকতে চাচ্ছে না, বাড়ি ফিরতে চাচ্ছে।’

মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ম্যাইয়াডারে খুব খারাপ অবস্থায় পাইছি। এখন আপনাদের দোয়ায় খাইয়া-দাইয়া অনেক সুস্থ হইছে। যারা আমার ম্যাইয়ারে এমন করছে আপনেরা তাদের বিচার করবেন।’

আদুরি হাসি-মুখে বলে, ‘আমারে অনেক মারছে, আয়রন দিয়ে ছ্যাকা দিছে, ব্লেট দিয়ে কাটছে, সবসময় মরিচ দিয়ে ভাত খেতে দিত, কাঁথা ধুতে দিত তবে সাবান দিত না। পরিষ্কার না হলে আবার ধুতে দিত, আমার জিভ আগুন দিয়ে পুড়িয়ে দিছে।’

তিনি আরো বলেন, ‘এখানে আমাকে আপেল, কমলা খেতে দেয়। আমার মত আরো অনেক শিশু কাজ করে আপনারা তাদের দেখবেন।’

আদুরি এ সময় তার গৃহকত্রী নওরিন আক্তার নদীর বিচার দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডাক্তার মোস্তাক হোসেন তুহিন (সার্জারি), অধ্যাপক ডাক্তার রাজিউল হক (নিউরোসার্জারি), অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলীসহ আদুরির আত্মীয়-স্বজন এ সময় উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/এস/এফএস/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর