thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৫ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

নিখোঁজের ছয়দিন পর স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৮ ১২:৫৮:৫৫
নিখোঁজের ছয়দিন পর স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয়দিন পর মাসুমা আক্তার মনি (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

সে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মো. মতলব হোসেনের মেয়ে ও স্থানীয় আবেদ আলী গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

মনির চাচা আবুল হোসেনের বাড়ির পাশের একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে বিদ্যালয়ের পোশাক ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন দ্য রিপোর্টকে জানান, ওই ছাত্রী ২২ জানুয়ারি বিদ্যালয় ছুটির পর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার বাবা মতলব হোসেন ২৩ জানুয়ারি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২৫ জানুয়ারি প্রতিবেশী নাঈম ও সেলিমকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে নাঈমের বাড়ির লোকজন পলাতক।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর