thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

যুক্তরাষ্ট্রের মিসাইলে আল শাবাব কমান্ডার নিহত

২০১৪ জানুয়ারি ২৮ ১৩:০২:১০
যুক্তরাষ্ট্রের মিসাইলে আল শাবাব কমান্ডার নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরা্ষ্ট্রের মিসাইল হামলায় নিহত হয়েছেন সোমালিয়ার ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আল শাবাবের শীর্ষস্থানীয় এক কমান্ডার। সোমালিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত বারাওয়ে এলাকায় আল শাবাবের এক শক্তিশালী ঘাঁটিতে রবিবার এ বিমান হামলা চালানো হয়। আহমেদ মোহাম্মদ আমি নামের ওই কমান্ডার আল শাবাবের শীর্ষ রাসায়নিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। আল শাবাবের চালোনো অনেকগুলো আত্মঘাতি হামলার মূল পরকিল্পনাকারী ছিলেন তিনি।

এই কমান্ডার আল শাবাবের আরেক শীর্ষস্থানীয় নেতা আহমেদ আবদি গোদানের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এরা দু’জনে মিলেই মূলত আল শাবাবকে ২০০৮ সাল থেকে আল কায়েদার একটি অঙ্গ সংগঠনে রূপান্তরিত করেন।
২০১৩ সালের সেপ্টেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক শপিংমলে হামলা চালিয়ে ৬৭ জনকে হত্যা করার পর থেকে আল শাবাবের সঙ্গে আন্তর্জাতিক ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আল কায়েদার সংযোগের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এরপর থেকে যুক্তরাষ্ট্রও সোমালিয়ার ব্যাপারে আরও মনোযোগী হয়ে ওঠে। আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত সোমালিয় সেনাবাহিনী এবং আফ্রিকান ইউনিয়ন সেনাদের পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে দেশটির রাজধানী মোগাদিসুতে নিযুক্ত করে।

সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের সেনারা এক সাঁড়াশি অভিযানে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রধান শহরগুলো থেকে আল শাবাবকে সরিয়ে দেয়। কিন্তু গ্রামাঞ্চলে সংগঠনটির এখনও বিশাল প্রভাব বজায় রয়েছে। কূটনীতিক এবং বিশ্লেষকদের মতে সংগঠনটি পূর্ব আফ্রিকার জন্য একটি নিরাপত্তা হুমকিস্বরূপ বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর