thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম

২০১৪ জানুয়ারি ২৮ ১৩:৩৯:৪১
বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হলেন তাজুল ইসলাম চৌধুরী। সংসদ ভবনে বিরোধী দলের কার্যালয়ে অনুষ্ঠিত মঙ্গলবার সকালে তাকে নির্বাচিত করা হয়।

বিরোধী দলের চিপ হুইপ নির্বাচিত হওয়ার পর তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারের বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা করব না। সরকারের ভালো কাজে সমর্থন দেব। জনগণের স্বার্থবিরোধী কাজ হলে সংসদে এসে এর প্রতিবাদ জানাব।’

এ ছাড়া বিরোধী দলের উপনেতা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) সংসদের প্রথম বৈঠকে উপনেতা নির্বাচন করতে পারছি না। তবে খুব শিগগির এটা করা হবে।’

বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত ছিলেন না।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর