thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:১৯:৩৪
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে এবং স্নাতক প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের লিখিত ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব মোহাম্মদ আলী জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে কত দিন চলবে ও কত শিফটে পরীক্ষা নেওয়া হবে তা পরবর্তীকালে জানানো হবে।

প্রসঙ্গত, গত বছরের ২-৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষক আন্দোলন ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা স্থগিত করে ১৭-২৯ ডিসেম্বর পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। পরবর্তীকালে একই কারণে ওই সময়সূচিও স্থগিত করা হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমসি/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর