thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

‘ডিজিটাল চলচ্চিত্রে ত্রুটি আছে’

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:২২:১০
‘ডিজিটাল চলচ্চিত্রে ত্রুটি আছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র নেতা এ.জে. রানা বললেন ‘ডিজিটাল চলচ্চিত্রে অনেক ত্রুটি আছে। সেটা ঠিক না করা পর্যন্ত সমস্যা থেকে যাবে।’ তার পরিচালিত ‘অজান্তে ভালবাসা’ চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে দ্য রিপোর্টকে এ কথা বলেন তিনি।

সাড়ে তিন বছর চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে থাকার পর আবারও পরিচালনা শুরু করেছেন এ.জে. রানা। চলচ্চিত্র না বানালেও মাঝে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহ-সভাপতি ছিলেন। শেষ চলচ্চিত্র ছিল ‘আইন বড় না সন্তান বড়’। ফিরে আসছেন ‘বন্ধুর জন্য মন কাঁদে’ চলচ্চিত্র দিয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্র বানাতে সাহস পাইনি। যখন দেখতাম আমার বন্ধু ও সিনিয়র পরিচালকরা চলচ্চিত্র বানিয়ে লাভ করতে পারে না। চলচ্চিত্র হিট করলেও মার্কেট থেকে টাকা উঠাতে গিয়ে দেখে ৫০ লক্ষ বা ১ কোটি নেই। তখন কীভাবে সাহস করব? পরে ডিজিটাল আসার পর দেখলাম পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল চলচ্চিত্রের সুবিধা হচ্ছে, লাভ যদি নাও হয়, লোকসানের সম্ভাবনা নেই। আর আগের চলচ্চিত্রের তুলনায় খরচ কিছুটা কম। যেমন বিগ বাজেটের চলচ্চিত্র হলে ৫০ লাখ টাকার খরচ কমে। নর্মাল বাজেট হলে ২৫-৩০ লাখ টাকা কমে। তবে একটা প্রশ্ন আছে। ডিজিটাল চলচ্চিত্রে এখনও ত্রুটি আছে।’

কেমন তা জানতে চাইলে তিনি বলেন, ‘চালাব কোথায়? হলে? কিন্তু কোনো সিনেমা হলের নিজস্ব প্রজেক্টর নেই। অনেকে আমাদের কাছ থেকে ভাড়া নেয়। লাভ কী এতে? এখন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত কেউ যদি এর হাল ধরতো-তবে পরিবর্তন হত।’

(দ্য রিপোর্ট/আইএফ/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর