thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘ক্ষমতায় টিকে থাকতে হলে সতর্ক হতে হবে’

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:২৪:২২
‘ক্ষমতায় টিকে থাকতে হলে সতর্ক হতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতায় টিকে থাকতে হলে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করা সম্ভব হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এমন কিছু করা যাবে না, যার মাধ্যমে সরকার প্রশ্নবিদ্ধ হয়।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিশেষ প্রতিনিধি সম্মেলনে মঙ্গলবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি নির্বাচনের কথা ভাবছে, আবার তারা মাঝে মধ্যেই বলছে এই সরকার অবৈধ, এই সরকারের সঙ্গে আলোচনা করা যায় না। অবৈধ বলে সরকারের অধীনে জাতীয় নির্বাচনে আসলেন না। হাজার হাজার নেতাকর্মী, সংখ্যালঘুর ঘর-বাড়ি জ্বালিয়ে দিলেন, মানুষ হত্যা করলেন।

তিনি বলেন, এখনও নির্বাচনে আসতে হলে সেই নির্বাচনেও শেখ হাসিনার অধীনে আসতে হবে এবং আসতে হলে জনগণের কাছে জবাবদিহি করেই আসতে হবে। কান কেটে নাকে খত দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়েই নির্বাচনে আসতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, বিএনপি দাবি করে তারা ২০০১ সালে সরকার গঠন করার পর আমরা (আওয়ামী লীগ) ১৭২ দিন হরতাল দিয়েছি- তা অস্বীকার করছি না। কিন্তু আমরা আন্দোলনের নামে গান পাউডার ব্যবহার করিনি, মানুষ হত্যা করিনি, তাদের কোনো নেতাকর্মীর হাত-পায়ের রগ কেটে দেইনি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, একাত্তরে তারা মানুষ হত্যা করেছে, ২০০১ সালে ক্ষমতার এসে আওয়ামী লীগের ৩৩ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, নারী নির্যাতন করেছে। এবারও তারা আন্দোলনের নামে ৫২ জন ট্রাকচালক, পুলিশ সদস্য, সাধারণ মানুষসহ বাসে ঘুমন্ত যাত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে হত্যা করেছে।

এ সময় তিনি যুবলীগের নেতাকর্মীদের বিগত দিনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এর আগে দক্ষিণ যুবলীগের বিশেষ প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্র্রাটের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর