thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:৩৯:০২
রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট

রংপুর সংবাদদাতা : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল আলম বাবুকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মারধর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

হাসপাতালের কর্মকর্তা সুমন দ্য রিপোর্টকে জানান, কর্মচারী রেজাউল আলম রুবেলকে মারধরের ঘটনায় আমরা এ কর্মসূচি দিয়েছি। অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি পালন করব।

(দ্য রিপোর্ট/আরআই/এফএস/এএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর