thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে বিএনপি-জামায়াত’

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:৪০:৪৪
‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে বিএনপি-জামায়াত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনী ট্রেন মিস করে উপজেলা নির্বাচনী ট্রেনে উঠে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মঙ্গলবার সকালে তিনি এ সব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি এখন চুপ করে বসে আছে। মনে করবেন না এটাই ওদের আসল পথ। কারণ ওদের মূল পথ সন্ত্রাসের পথ, সংঘাতের পথ।’

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘সরকারের প্রত্যেকটি সদস্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এই পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে আগামী নির্বাচনেও বিজয়ী হতে পারব।’

তিনি বলেন, ‘বিএনপি আইএসআইয়ের ফর্মুলা অনুযায়ী নতুন করে ষড়যন্ত্রের ছক আঁকছে। তারা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে আবারও সন্ত্রাসী চেহারায় ফিরে আসবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনের আগে অনেকেই মনে করেছিলেন এই সরকার বেশি দিন টিকবে না, আর্ন্তজাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না। কিন্তু দেখছেন নির্বাচনে পর আর্ন্তজাতিক সম্প্রদায় কিভাবে সরকারকে সমর্থন দিচ্ছে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পদক হাজী মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর