thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নির্বাচনে জয়ের প্রত্যাশা রাহুলের

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:৫৪:০৩
নির্বাচনে জয়ের প্রত্যাশা রাহুলের

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জয় পাবে কংগ্রেস। আর হেরে গেলে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায় নেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধি।

প্রথমবারের মতো দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাহুল।

দুর্নীতির অভিযোগ আর অর্থনৈতিক উন্নয়নে ধীরগতির কারণে জনপ্রিয়তা কমে গেছে কংগ্রেসের। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। অপরদিকে জনপ্রিয়তা বাড়ছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। বিজেপির জনপ্রিয়তায় কংগ্রেস তাদের অর্ধেক আসন হারাতে পারে বলেও মনে করছেন জরিপকারীরা।

দশ বছর ধরে ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকলেও কখনও টেলিভশনে সাক্ষাৎকার দিতে রাজী হননি রাহুল। প্রথমবারের মতো তিনি টাইমস নাউ ইন্ডিয়া টিভিতে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন যেখানে উঠে এসেছে বিভিন্ন বিষয় যা নিয়ে আগে কখনও মুখ খুলেননি তিনি।

সাক্ষাৎকারে মুসলিমবিরোধী দাঙ্গায় প্রধানমন্ত্রী পদে প্রার্থী বিজেপি নেতা নরেন্দ্র মোদির ভূমিকার সমালোচনা করেন রাহুল। ২০০২ সালে গুজরাটে ট্রেনে আগুন দেওয়ায় হিন্দু তীর্থযাত্রীদের মৃত্যু হলে ছড়িয়ে পড়ে এ দাঙ্গা। এর জের ধরে নিহত হন এক হাজারের বেশি মানুষ, যাদের অধিকাংশেই ছিলেন মুসলমান। আর এ সহিংসতা ঠেকাতে উদ্যোগ না নিয়ে বরং বাড়াতে উস্কানি দিয়েছে সে সময়ের মোদি প্রশাসন।

মোদির জনপ্রিয়তায় শঙ্কিত কিনা- এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধি নিজ পরিবারের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ছেলেবেলাতেই তিনি তার দাদীকে হত্যা খুন হতে দেখেছেন, বাবাকেও চলে যেতে হয়েছে একইভাবে। এ ঘটনাগুলোতে যে দুঃসময় তিনি পার করেছেন এরপর আর ভয় পাবার কিছুই নেই।

ভারতের রাজনৈতিক অঙ্গনে গান্ধি পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও রাহুল জানান, তিনি পরিবারতন্ত্রের বিরোধী। নারীর ক্ষমতায়ন আর তারণ্যের অগ্রাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য। ‘অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ নয়’- এটাই তার রাজনীতির মূলমন্ত্র বলে জানিয়েছে রাহুল। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর