thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেশ

২০১৪ জানুয়ারি ২৮ ১৬:১২:৪৭
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনে দুই মাসব্যাপী চলমান সরকারবিরোধী আন্দোলন বন্ধের জন্য দেশটির প্রধানমন্ত্রী মিকোলা আজারোভ পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আল জাজিরা ও বিবিসির।

দেশটির সংবিধান অনুযায়ী মঙ্গলবারের মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে পুরো সরকারের পদত্যাগ।

পদত্যাগের ব্যাপারে আজরোভ জানান, সহিংস পরিস্থিতির কারণে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি ইউক্রেনের সমাজ ও প্রত্যেক নাগরিকের ওপর হুমকি সৃষ্টি করেছে।

শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধের লক্ষ্যে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বিক্ষোভকারীদের দমনের জন্য প্রণয়ন করা নতুন একটি আইন বাতিল করতে যাচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ। চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সম্প্রতি প্রণয়ন করা ওই আইনটি বাতিলে দেশটির পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ নিজেই আইনটি বাতিলের প্রস্তাব করেন। তবে সংসদ সদস্যরা সবাই তাকে এ ব্যাপারে সমর্থন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ওই আইনটি বাতিলের দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।

(দ্য রিপোর্ট/কেএন/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর