thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ জানুয়ারি ২৮ ১৬:৩৫:৩০
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন উপজেলার জানলাবাজ গ্রামের মনোয়ার হোসেনের ছেলে বেনজির আহমদ (১৮) ও বগলা গ্রামের তাজিদ উদ্দিনের ছেলে শাহ আলম (২০)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার জয়কলস এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুকিত চৌধুরী জানান, দুপুর ২টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মিনিবাস জয়কলস দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় পাগলাবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরবাইকচালক ও আরোহী মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরএআর/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর