thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সংলাপ চাইলে আগে সরকারকে গ্রহণ করুন : তোফায়েল

২০১৪ জানুয়ারি ২৮ ১৭:২৫:০৮
সংলাপ চাইলে আগে সরকারকে গ্রহণ করুন : তোফায়েল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি সরকারকে অবৈধ বললে সংলাপ কীভাবে এবং কার সঙ্গে হবে বলে প্রশ্ন তুলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে মঙ্গলবার নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাক্ষাতে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত দু’দেশের দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিএনপির সঙ্গে সংলাপ নিয়েও কথা বলেছেন।’

‘সংলাপ একটি চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে অবৈধ বললে সংলাপ কীভাবে হবে, কার সঙ্গে হবে?’ সংলাপের জন্য আগে সরকারকে গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে সম্পর্ক অতীতে ছিল, ভবিষতেও থাকবে। তাহলে সংলাপ হবে কীভাবে?’

মন্ত্রী আরও বলেন, ‘নবম সংসদের থেকে দশম জাতীয় সংসদ আরও বেশি কার্যকর ও প্রাণবন্ত হবে। বিগত সংসদের কার্যদিবস ছিল ৪১৮ দিন। এর মধ্যে বিরোধী দল সংসদে এসেছিল ৭৬ দিন। আর বিরোধীদলীয় নেতা (খালেদা জিয়া) এসেছিলেন মাত্র ১০ দিন। সংসদে উপস্থিত না থাকার চেয়ে বর্তমান বিরোধী দল (জাতীয় পার্টি) অধিকতর গ্রহণযোগ্য। বর্তমানে যে বিরোধী দল আছে, তারা সংসদে আসবে, কথাও বলবে।’

বাণিজ্য সম্পর্কিত বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বিশ্বের অনেক দেশে বাংলাদেশ এখনও প্রবেশ করতে পারেনি। ভারত ও চীনে বাংলাদেশের বাজার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রফতানি পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে।’

এ ছাড়া চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এসএন/এনডিএস/আরকে/জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর