thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

যুক্তরাজ্যের জিডিপিতে শক্তিশালী ঊর্ধ্বগতি

২০১৪ জানুয়ারি ২৮ ১৭:৪৬:৫০
যুক্তরাজ্যের জিডিপিতে শক্তিশালী ঊর্ধ্বগতি

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের জিডিপিতে পুনরায় শক্তিশালী ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ২০০৭ সালের পর ২০১৩ সালে এসে দেশটির জিডিপি শক্তিশালী অবস্থানে দাঁড়ায়। এ ছাড়া ২০১৩ সালে দেশটির অর্থনীতির সম্প্রসারণও ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
২০০৮ সালে অর্থনৈতিক মন্দা শুরু হলে দেশটির জিডিপিতে দ্রুত অবনতি ঘটে এবং অর্থনীতি সংকুচিত হয়ে আসতে থাকে।
যুক্তরাজ্যের বিজনেস সেক্রেটারি ভিন্স ক্যাবল সোমবার বলেন, সত্যিকার অর্থেই একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাজ্যের অর্থনীতি এখনও ভঙ্গুর রয়ে গেছে।’
তিনি বলেন, এটা শুধুমাত্র ‘শুরুর শেষ পর্যায়, সমাপ্তির শুরু নয়।’
বিবিসির প্রধান অর্থনৈতিক করসপন্ডেন্ট বলেন, যদি প্রত্যাশা অনুযায়ী জিডিপি অর্জিত হয়ে থাকে তা হলে গত বছর যুক্তরাজ্যের অর্থনীতি অন্তত ২ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে থাকবে।
এ ছাড়া গত সপ্তাহে বেকারের সংখ্যাও অনেকাংশে কমে যেতে শুরু করেছে। দেশটিতে এখন বেকারের হার মাত্র ৭.১ শতাংশ।

তবে, ২০১৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত পাঁচ বছরের তুলনায় বেশি হলেও তা এখনও ২০০৭ সালের তুলনায় নিচেই রয়ে গেছে। ২০০৭ সালে এ হার ছিল ৩.৪ শতাংশ। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর