thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:১৪:৪৬
প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ৪ জনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া বিশেষ সহকারীরা হলেন- আবদুস সোবহান গোলাপ, ফেরদৌস আহমেদ খান, সেলিমা খাতুন ও মো. মাহবুবুল হক (শাকিল)।

এরমধ্যে সেলিমা খাতুন ছাড়া বাকিরা গত মহাজোট সরকারের সময়েও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন। অবসরপ্রাপ্ত উপ-সচিব সেলিমা এবার নতুন করে নিয়োগ পেলেন।

শাকিল ছাড়া বাকি তিনজন সচিব পদমর্যাদা (গ্রেড-১) ভোগ করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। শাকিলের পদমর্যাদা হবে অতিরিক্ত সচিব (গ্রেড-২)।

গোলাপ বর্তমানে আওয়ামী লীগের দফতর-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর