thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় ফেনসিডিলসহ ২ জন আটক

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:১৫:৩৫
বগুড়ায় ফেনসিডিলসহ ২ জন আটক

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর থানাধীন লক্ষিকলা গ্রামের লক্ষিকলা তিনস্টল চারমাথা বাজারে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে ‌র‌্যাব।

আটকরা হলেন- জেলার গাবতলী উপজেলার পেরীহাটের ধোড়া এলাকার প্রমোদ চন্দ্রের ছেলে প্রসাদ কুমার (২৫) এবং একই উপজেলার মরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এশরাম হোসেন (২৩)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন সংবাদেরভিত্তিতে এএসপি আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে জেলার শাহজাহানপুর থানাধীন লক্ষিকলা গ্রামের লক্ষিকলা তিনস্টল চারমাথা বাজারে অভিযান চালায়। এ সময় মাদলা টু মহিষাবান পাকা রাস্তা থেকে প্রসাদ কুমার (২৫) ও একরাম হোসেনকে (২৩) আটক করা হয়। তাদের কাছে ৩৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর