thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জেল ভাঙা মামলার শুনানিতে আদালতে মুরসি

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:২২:১৭
জেল ভাঙা মামলার শুনানিতে আদালতে মুরসি

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি জেল ভাঙা মামলার শুনানিতে কায়রোর একটি আদালতে হাজির হয়েছেন।

বন্দর নগরী আলেকজান্দ্রিয়ার একটি কারাগার থেকে হেলিকপ্টারে মুরসিকে আদালতে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা মেনা জানিয়েছে।

মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে ২০১১ সালে হোসনি মুবারক বিরোধী আন্দোলনের সময় জেল ভেঙে পালানোর অভিযোগ আনা হয়েছে। জেল ভাঙা মামলায় মুরসি ছাড়াও আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সিনিয়র নেতাও রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের জানুয়ারি মাসে মুরসিসহ ১৩০ ব্যক্তি জেল ভেঙে পালানোর সময় কয়েকজন কারারক্ষী ও সেনা কর্মকর্তাকে হত্যা করেন।

গত বছরের ৩ জুলাই অব্যাহত গণবিক্ষোভের মুখে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে।

বর্তমানে বিভিন্ন অভিযোগে চারটি মামলায় বিচারের মুখোমুখি মুরসি। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমএআর/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর