thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি দাবি

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:৩১:৪১
সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রণয়ন ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি জানিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরামের আহ্বায়ক মো. ওহিদুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

ওহিদুর রহমান বলেন, ‘বর্তমানে বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বেতন স্কেল বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার হবেন। প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল তিন ধাপ নিচে নেমে যাবে।’

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি জানান, ‘এই দাবি বাস্তবায়নে ৪ ফেব্রুয়ারি দেশের সব উপজেলায় শিক্ষক সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ১২ ফেব্রুয়ারি দেশের সব জেলায় শিক্ষক সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।’

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের সদস্য সচিব মো. আবদুল হক বলেন, ‘প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল তিন ধাপ নিচে গেলে সহকারী শিক্ষকদের মধ্যে হতাশা ও মানসিক দ্বন্দ্ব দেখা দিবে। এর ফলে মানসম্মত শিক্ষা প্রদান বাধাগ্রস্ত হতে পারে। তাই আমরা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মুন্সী জাহিদুল হক, মো. বজলুর রশিদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সহকারী শিক্ষক ফোরামের অন্য সদস্যরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করে সরকার। এর ফলে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতনের তুলনায় তিন ধাপ নিচে নেমে যাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে সহকারী শিক্ষক ফোরাম সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এসএন/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর