thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দেশে আরেকটি মুক্তিযুদ্ধ চলছে : মান্নান

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:৩৭:৫৬
দেশে আরেকটি মুক্তিযুদ্ধ চলছে : মান্নান

সুনামগঞ্জ সংবাদদাতা : অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে আরেকটি মুক্তিযুদ্ধ চলছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে কোনো অপশক্তি আমাদেরকে এখান থেকে বিতারিত করতে পারবে না।’

স্থানীয় গণসংবর্ধনায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সসদ্য ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ সব কথা বলেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় আলফাত স্কোয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ গণসংবর্ধনা আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা পিপি শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/আরকে/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর