thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নীলফামারীতে ৯ জুয়াড়ির কারাদণ্ড

২০১৪ জানুয়ারি ২৮ ১৮:৩৫:৫৬
নীলফামারীতে ৯ জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে ৯ জুয়াড়িকে চারদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ রায় দেন।

তারা হলেন- সৈয়দপুর শহরের নিয়ামতপুরের আবুল হোসেনের ছেলে স্বপন (২৭), কাজীরহাটের শামীম হোসেনের ছেলে মিঠু (২৪), মিস্ত্রিপাড়ার আব্দুল মান্নানের ছেলে কাসেম আলী (৫০), ইসলামবাগের মাহাতাব হোসেনের ছেলে বাদশা (৩৮), নতুন বাবুপাড়ার আবুল হোসেনের ছেলে বুলবুল (২০), কাজীপাড়ার সফি উদ্দিনের ছেলে নূর হোসেন (২৮), কয়ানিজ পাড়ার জসির মিয়ার ছেলে জাহিদ (২২), সাদুল্লাপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার চাঁদ উল্লাহ সরকারের ছেলে মোতাহার (৩৩) ও পঞ্চগড় জেলা শহরের বুচারীপাড়ার সুরত জামানের ছেলে রাসেল (২৮)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সৈয়দপুর উপজেলা শহরের বিমানবন্দর সড়কস্থ রনি বোর্ডিং থেকে তাদেরকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এএলএম/এমএইচও/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর