thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ক্রীড়া উপমন্ত্রী জয়

২০১৪ জানুয়ারি ২৮ ১৯:০৪:১১
সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ক্রীড়া উপমন্ত্রী জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ৩ সহ-সভাপতি আরিফ খান জয়, কাজী নাবিল আহমেদ ও শামসুল হককে মঙ্গলবার সংবর্ধনা দেওয়া কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু মন্ত্রণালয়ের কাজে ঢাকার বাহিরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

উপমন্ত্রী জয় অনুপস্থিত থাকলেও কাজী নাবিল আহমেদ ও শামসুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাফুফে সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে আছি। ফুটবল ভালোবাসি। ফুটবল অঙ্গনের একজন হয়ে এবার সংসদ সদস্য হয়েছি তাই খুব ভালো লাগছে। দেশ ও এলাকার জনগণের পাশাপাশি ফুটবলের জন্য সাধ্যমতো কাজ করব।’

বাফুফের অপর সহসভাপতি ও সংসদ সদস্য শামসুল হক বলেছেন, ‘আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। ফুটবলকে ভালোবাসি বলেই ফেডারেশনের নির্বাচনে অংশ নিয়েছি। যেখানেই থাকি ফুটবলকে ছাড়ব না। ফুটবলের উন্নয়নে চেষ্টা করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মাদ সালাহউদ্দিন, সহ-সভাপতি বাদল রায় ও তাবিথ আওয়াল, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য সত্যজিৎ দাস রুপু, ইকবাল হাসান ও শেখ আসলাম এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর