thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

২০১৩ নভেম্বর ০২ ১৮:৫৯:২১
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা।

শনিবার রাত পোনে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫০ জন ব্যবসায়ী নেতা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সদস্য কাজী মনিজ্জামান।

ব্যবসায়ী নেতাদের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আকরাম হোসেন, একে আজাদ, আনিসুল হক, এমএ কাশেম, সংগঠনের বর্তমান কমিটির সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, মো. হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, মো. আলী, জসিম উদ্দিন, দেওয়ান সুলতান আহমেদ, কামাল উদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সবুর খান, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আল-আমিন, এমসিসি’র সভাপতি রোকেয়া আফজাল প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর