thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

২০১৪ জানুয়ারি ২৮ ২১:১৬:০০
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার আফতাব উদ্দিন মোল্লা ও তার বোন বেগম পাকিস্তানির বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে অগ্নিকাণ্ডে আফতাব উদ্দিন মোল্লা ও তার বোন বেগম পাকিস্তানির বাড়ির ১৫টি কক্ষ পুড়ে যায়।

এ ঘটনায় আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার বেগম পাকিস্তানির বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় পাশে আফতাব উদ্দিন মোল্লার বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এপি/ এনআই/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর