thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সরকার ষড়যন্ত্রে লিপ্ত : ফখরুল

২০১৪ জানুয়ারি ২৮ ২১:২৪:৩০
সরকার ষড়যন্ত্রে লিপ্ত : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিরোধী দল নিধনে এক মহাপরিকল্পনা প্রণয়ন করেছে।’

তিনি বলেন, ‘প্রশাসন যন্ত্রকে নিজেদের দলীয় লোক দিয়ে সাজিয়ে বাকশালী আদর্শ বাস্তবায়নের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। যৌথবাহিনী নামক দানবীয় বাহিনী দিয়ে দেশব্যাপী প্রতিটি জেলায় হত্যা, গুম, অপহরণ, বাড়িঘরে হামলা, লুটপাট, সম্পদ ধ্বংসের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত ।’

পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলকর্মী জাহাঙ্গীর আলম ও বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন বিএনপি নেতা মানিক হোসেনকে পিটিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও মানিক হোসেনের হত্যাকাণ্ড সরকারের নীলনকশার ধারাবাহিকতার অংশ। আওয়ামী লীগ অতীতেও ক্ষমতায় গিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। কিন্তু তারা সফল হয়নি। বর্তমানেও ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য দেশের সব সংবাদপত্র ও মিডিয়াকে নির্লজ্জভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা। কিন্তু ইতিহাসে কোনো স্বৈরশাসকের শাসন দীর্ঘায়িত হয়নি। জনগণ তাদের অধিকার আদায়ে ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর।’

জাহাঙ্গীর আলম ও মানিক হোসেনের হত্যাকারী এবং সাতক্ষীরা জেলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুসের বাড়িঘরে হামলাকারী, কুমিল্লা জেলার যুবদল নেতা মো. মমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মো. জাহাঙ্গীর ও মো. মাঈনুদ্দিনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ‘সাতক্ষীরা জেলার আশাশুনি থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুসের বাড়িসহ ৭-৮টি বাড়িতে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।’ এ সব ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মির্জা ফখরুল।

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর