thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে’

২০১৪ জানুয়ারি ২৯ ০২:৪৫:০৩
‘মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন দুঃসময় চললেও তা বেশিদিন চলতে দেওয়া যাবে না। তাই যে কোনো মূল্যে নিজেদের মৌলিক অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে মঙ্গলবার রাতে তিনি এ সব কথা বলেন। মতবিনিময় রাত পৌনে ৯টায় শুরু হয়ে দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে।

চলমান আন্দোলনকে গণমানুষের আন্দোলন উল্লেখ করে খালেদা বলেন, ‘সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে সবাইকে বজ্রকঠিন শপথের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য নিতে হবে আন্দোলনের ভিন্ন ভিন্ন কৌশল।’

ঢাবি’র সাদা দলের আহ্বায়ক ড. সদরুল আমিনের নেতৃত্বে শতাধিক শিক্ষক মতবিনিময়ে অংশ নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকদের সূত্রে জানা যায়, ঢাবিতে বিগত আওয়ামী সরকারের শাসন আমলে সংগঠিত সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির আলোকে নির্মিত একটি ডকুমেন্টারি শিক্ষকগণ খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন। এ ছাড়া বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড সম্প্রসারণে আগামী দিনে কীভাবে মিলেমিশে কাজ করা যায় এবং দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় এ সব ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।

সূত্র জানায়, ঢাবি শিক্ষকরা পূর্বের মতো আগামী দিনেও আন্দোলনে তাদের সম্পৃক্ততার বিষয়ে খালেদা জিয়াকে প্রতিশ্রুতির কথা জানান। এ সময় তারা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ক্ষেত্রে মেধাবী, সৎ ও যোগ্যদের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের মতামত তুলে ধরেন।

সভায় সরকার বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় শিক্ষকদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন।

শিক্ষকদের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এসএ ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. সিরাজুল ইসলাম, ড. আখতার হোসেন, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা, ড. মামুন আহমেদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম ও ড. দিল রওশন জিন্নাত আরা তাহমিনা, ইস্রাফিল রতন প্রমুখ।

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে জাতীয়তাবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই ধারাবাহিতকায় পেশাজীবী ও আইনজীবীদের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় করলেন তিনি।

(দ্য রিপোর্ট/টিএস/এসকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর