thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বৃহস্পতিবার ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি শুরু

২০১৪ জানুয়ারি ২৮ ২১:৫২:২২
বৃহস্পতিবার ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি শুরু

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ক’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইন্সটিউটসমূহে ভর্তির জন্য অনুমতিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার শুরু হবে। মঙ্গলবার রাতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তির জন্য অনুমতিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা সোমবার প্রকাশ করা হবে। তালিকায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিভাগ ও হলের নাম উল্লেখ থাকবে। বৃহস্পতিবার শিক্ষার্থীদের নামের তালিকা ও মূল গ্রেডশিট সংশিষ্ট বিভাগ/ইন্সটিটিউটে প্রেরণ করা হবে। একই দিনে প্রতিটি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তির সময় ছাত্রছাত্রীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি(২টি), পাসপোর্ট সাইজের ৮ কপি ছবি, অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র এবং শিক্ষার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র নিয়ে বৃহস্পতিবার ভর্তির জন্য মনোনীত বিভাগে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, ০৯ ফেব্রুয়ারি থেকে ১ম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর