thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

হিলারির সবচেয়ে বড় আক্ষেপ

২০১৪ জানুয়ারি ২৮ ২২:১৪:৪৫
হিলারির সবচেয়ে বড় আক্ষেপ

দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার আমেরিকান কনস্যুলেটে সন্ত্রাসী হামলা ঠেকাতে না পারাকে সবচেয়ে বড় আক্ষেপ বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। ২০১২ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে লিবিয়ার বেনগাজিতে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রদূতসহ ৪ আমেরিকান নিহত হন। খবর গালফ নিউজের।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে ন্যাশনাল অটোমোবাইল ডিলার অ্যসোসিয়েশনের একটি অনুষ্ঠানে হিলারি বলেন, ‘আপনারা জানেন, বেনগাজিতে ঘটে যাওয়া ঘটনা আমার সবচেয়ে বড় আক্ষেপ। এ ঘটনা একটি বিশাল সমস্যার তৈরি করেছিল যা একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে মোকাবেলা করতে হয়েছিল।’

তিনি বলেন, ‘এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের সামরিক বাহিনী না থাকলেও অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। ওই সব নাগরিকরাও ঝুঁকির মধ্যে রয়েছেন।’

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় মঙ্গলবার হিলারি ক্লিনটন এসব কথা বলেন। ধারণা করা হচ্ছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকনারা লিবিয়া ইস্যুতে হিলারিকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।

তবে হিলারি এখনও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

(দ্য রিপোর্ট/এআইএম/ডব্লিউিএস/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর