thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চাটমোহরে রিভলবার ও গুলিসহ যুবক আটক

২০১৪ জানুয়ারি ২৮ ২২:১৮:৫২
চাটমোহরে রিভলবার ও গুলিসহ যুবক আটক

পাবনা সংবাদদাতা : জেলার চাটমোহরে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও আট রাউন্ড গুলিসহ শরীফুল ইসলাম ওরফে শরীফ (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

শরীফকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়।

শরীফ চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

র‌্যাব- ১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান দ্য রিপোর্টকে জানান, চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক নাশকতার উদ্দেশে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।

পরে ঘটনাস্থল থেকে শরীফকে রিভলবার ও গুলিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার চাটমোহর থানায় সোপর্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর