thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

আইসিএমএবি’র সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

২০১৪ জানুয়ারি ২৯ ০০:৪৬:৩৬
আইসিএমএবি’র সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ২০১৩ সমাবর্তন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সনদপত্র প্রদান ও ভালো ফলের জন্য পুরস্কার প্রদান করা হয়।

রাজধানীর রুপসী বাংলা হোটেলে রাত ৮টায় এই সমাবর্তন অনুষ্ঠান হয়। সমাবর্তনে ৭৪ জনকে ফেলো মেম্বারশীপ ও ৪২ জনকে এসোসিয়েট মেম্বারশীপ সনদপত্র প্রদান করা হয়।

২০১২ সালের ফাউন্ডেশন লেভেল পরীক্ষায় সর্বোচ্চ মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ায় সাইদ মোস্তাহিদাল হককে সিলভার মেডেল পুরুস্কারে পুরস্কৃত করা হয়। আর একই সালের ফাউন্ডেশন লেভেলে বিজনেস ইকোনোমিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য মোহাম্মদ আসিমকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

২০১৩ সালের এপ্রিল মাসের পরীক্ষায় ফাউন্ডেশন লেভেলে বিজনেস ইকোনোমিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য শম্ভু নাথ শাহকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। আর আগষ্ট মাসের পরীক্ষায় ফাউন্ডেশন লেভেলে বিজনেস ইকোনোমিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসে মো. জসিম উদ্দিন, কুয়ানটেটিভ টেকনিকসে মোহাম্মদ ইসমাইল ও ইনফরমেশন টেকনোলজিতে মো. মাসুদ মিয়া সর্বোচ্চ মার্কস পাওয়ায় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট জরুরি বলে জানান আইসিএমএবি’র সভাপতি এ কে এম দেলোয়ার হোসাইন। আর এ লক্ষে আইনটি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে আহবান করেন তিনি।

সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বক্তব্যে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান তিনি। আর বাস্তবজীবনে অভীষ্ট লক্ষে পৌছানোর জন্য সবাইকে সৎ পথে থাকার পরামর্শ দেন।

সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন বাংলোদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম, আইসিএমবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ও সরকারী, বেসরকারী, বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরএ/এসবি/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর