thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

শেষ হচ্ছে ‘মুম্বাসা’

২০১৪ জানুয়ারি ২৯ ০২:১৭:১৮
শেষ হচ্ছে ‘মুম্বাসা’

দ্য রিপোর্ট ডেস্ক : মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক মুম্বাসা’র সমাপ্তি ঘটছে। বুধবার প্রচার হবে এর শেষ পর্ব।

বাংলাদেশের নাটকে প্রথমবারের মতো ‘সুপারহিরো’ নির্ভর এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। ভিন্নমাত্রার জীবনবোধ নিয়ে বেড়ে ওঠা এক সুপারহিরোর গল্প নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়।

নাটকের গল্পে দেখা যায়, অদ্ভুত এক মানুষ মুম্বাসা। শান্ত-শিষ্ট। সারাক্ষণ নিজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। চারপাশের অস্থিরতা, চাঞ্চল্য স্পর্শ করে না তাকে। নিবিষ্ট মনে বসে বসে ছবি আঁকে। কখনো প্রকৃতির, কখনো সম্পর্কহীন কোনো মানুষ বা ঘটনা উঠে আসে সে ছবিতে। খুব অল্প কিছু শব্দ জানে সে। বাবা মাইনুল মনে করেন, সমাজবদ্ধ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসাসহ নানা জটিল চাওয়া-পাওয়া, লোভ-ঘৃণা-ঈর্ষা, ধর্ম, সমাজ, রাজনীতি ইত্যাদি নানা রকমের দর্শন-ধারণা-চিন্তার সূক্ষ-স্থূল-ভুল-সঠিক নানা রকম প্রকাশের জন্যই মানুষের এত শব্দের প্রয়োজন হয়। যদি কারো জীবনদর্শন সীমিত হয় তবে তার নিশ্চয়ই এত শব্দের প্রয়োজন হয় না। তার ধারণা, মানুষের মধ্যে জটিলতার অন্যতম কারণ হচ্ছে তার জীবনদর্শনের আধিক্য। তাই সভ্যতার সকল জটিলতা থেকে একটি মানবসন্তানকে মুক্তি দিতে মুম্বাসাকে খুব কম জীবন-ধারণা দিয়ে গড়ে তুলেছেন তিনি। মুম্বাসার কিছু অদ্ভুত ক্ষমতা আছে। মানুষের ভবিষ্যৎ দেখতে পায় সে। এই ক্ষমতা তাকে রীতিমত সুপারহিরোতে রূপান্তরিত করেছে।

এতে অভিনয় করেছেন অদিতি ওয়াদুদ, তিশা, রওনক হাসান, সাজু খাদেম, আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, মনিরা মিঠু প্রমুখ।

(দ্য রিপোর্ট/আইএফ/এসকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর