thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ইরানকে গোয়েন্দা তথ্য দিতে চাওয়া ইসরায়েলির জেল

২০১৪ জানুয়ারি ২৯ ০৬:৫১:২১
ইরানকে গোয়েন্দা তথ্য দিতে চাওয়া ইসরায়েলির জেল

দ্য রিপোর্ট ডেস্ক : ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহের চেষ্টার অভিযোগে এক ইসরায়েলিকে সাড়ে চার বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসির।

যিতযাক বের্গেল (৪৬) নামে ওই ইহুদির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১১ সালে জার্মানির বার্লিনে অবস্থিত ইরানি দূতাবাসে যোগাযোগ করেন ও ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিতে চান। ইসরায়েলে আসার পরও ইরানি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।

তবে বের্গেলের মাধ্যমে ইহুদিবাদী রাষ্ট্রটির কোনো ক্ষতি সাধিত হয়নি বলেও মঙ্গলবারের ওই রায়ে বলেছে জেরুজালেমের আদালত।

দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা শিন বেট জানান, বের্গেল দাবি করেছেন তার কর্মকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ছিল না। শুধু অর্থ লাভের উদ্দেশ্যেই তিনি তা করেছিলেন।

বের্গেল ইহুদিবাদবিরোধী নেতুরি কার্তা নামে ইহুদিদের একটি সংগঠনের সদস্য। এই দলটি জোর করে ইসরায়েলের রাষ্ট্র দখল প্রক্রিয়ার বিরোধী। তারা মনে করে, ইসরায়েল রাষ্ট্রটি কেবল মসীহের (ঈসা আ.) পক্ষেই প্রতিষ্ঠা করা সম্ভব।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর