thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভারতের সর্বোচ্চ আদালতেও বৈধতা পেল না সমকামিতা

২০১৪ জানুয়ারি ২৯ ০৮:০৭:২১
ভারতের সর্বোচ্চ আদালতেও বৈধতা পেল না সমকামিতা

দ্য রিপোর্ট ডেস্ক : সমকামিতাকে অবৈধ উল্লেখ করে ভারতের হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা পিটিশনটি খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে সমকামিদের সর্বশেষ আশাটিরও মৃত্যু ঘটল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আদালতের দেওয়া মঙ্গলবারের এই রায়ে প্রাপ্তবয়স্ক সমকামিদের ব্যক্তিগত শারীরিক সম্পর্ককে বৈধতা দেওয়ার দিল্লির হাইকোর্টের সম্ভাবনাটিও শেষ হয়ে গেছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর সমকামিতাকে দেশটির সংস্কৃতি ও প্রত্যেক ধর্মবিরোধী হিসেবে উল্লেখ করে হাইকোর্ট তা অবৈধ হিসেবে রায় দেয়। কিন্তু সমকামিরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে।

সর্বোচ্চ আদালতে বিচারক এইচএল দত্ত ও এসজে মুখোপাধ্যায়ের একটি বেঞ্চ এই পিটিশনটি খারিজ করে দেন। তারা বলেন, ‘আমরা রিভিউ পিটিশনটির কাগজপত্র দেখে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জের ব্যাপারে অনুপ্রবেশ করার কোনো কারণ খুঁজে পাইনি। রিভিউ পিটিশনটি তাই খারিজ করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর