thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গুলিতে আহত ছিনতাইকারীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৯ ০৯:০৬:৪৮
গুলিতে আহত ছিনতাইকারীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে আহত এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তার নাম মো. জাবেদ (২২)।

পল্লবী থানার মিরপুর-১২ এর সিরামিকস রোড এলাকায় গত শুক্রবার ভোরে জাবেদ তার ৪-৫ জন সহযোগীসহ ছিনতাই করার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ৪-৫টি ককটেল ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে মো. জাবেদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। তার ডান পায়ে গুলি লাগে। পল্লবী থানার এসআই আবু শাহিদ গুলিবিদ্ধ জাবেদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

জাবেদের বাবার নাম আনোয়ার হোসেন। সে মিরপুর-১২ এর কুর্মিটোলা ক্যাম্প এলাকায় গফুর মিয়ার বস্তিতে থাকতো।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উজ জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিতে আহত জাবেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাবেদের নামে পল্লবী থানায় কয়েকটি মামলা ছিল।

(দ্য রিপোর্ট/ এসআর/ এমডি/ জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর