thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

২০১৪ জানুয়ারি ২৯ ০৯:৫৭:৩৫
সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে আনচেলত্তির শিষ্যরা ১-০ গোলে জিতেছে এস্পানিওলের বিপক্ষে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোলের দেখা পেলেও পরের অর্ধে কোনো সাফল্য পায়নি রিয়াল। যদিও সুযোগ বঞ্চিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে প্রতিবারই হতাশ করেছেন সফরকারী গোলরক্ষক কিকো ক্যাসিয়া।

নিজেদের মাঠে শুরুতেই লিড নিয়েছে রিয়াল। খেলা আরম্ভ হওয়ার ৭ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে দলটি। গোল করেছেন জেসি রদ্রিগেজ। দুর্ভাগ্য, পর্তুগিজ উইঙ্গার রোনালদোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। তার শট রুখে দিয়েছেন গোলকিপার ক্যাসিয়া।

রোনালদো গোল না পেলেও ২ লেগ মিলে ২-০ ব্যবধানে জিতে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। আর দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন এস্পানিওলের ফুটবলার ভিক্টর সানচেজ।

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর