thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

২০১৪ জানুয়ারি ২৯ ১০:১২:২১
৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি পারাপার শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চালু করা হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানায়, সন্ধ্যা রাতে তেমন কুয়াশা দেখা যায়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ঘন হতে থাকে। রাত ৩টার দিকে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি কপোতী যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে আবার ফেরি চালু করা হয়।

রাসেল আরও জানান, ফেরি চলাচলের পর থেকেই অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া বাস ও ছোট যানবাহন আগে ফেরিতে পারের ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে, এ নৌরুটে যানবাহন পারাপারে নিয়োজিত নয়টি রো রো ও দুইটি কে-টাইপ ফেরির মধ্যে গত রবিবার রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ফেরিটিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর