thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

শুরু হয়েছে কলকাতা বইমেলা

২০১৪ জানুয়ারি ২৯ ১০:৫৭:১৮
শুরু হয়েছে কলকাতা বইমেলা

কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : শুরু হয়েছে ৩৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মঙ্গলবার বিকেলে বাইপাস সংলগ্ন মিলন মেলা গ্রাউন্ডে বইমেলার উদ্বোধন করেন পেরুর বিশিষ্ট সাহিত্যিক হিনোসট্রোজা ক্লসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পেরুর উপ-সংস্কৃতিমন্ত্রী পেট্রিসিয়া বালবুয়েনা। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম,গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশ দে এবং প্রখ্যাত লেখক মণিশঙ্করসহ পেরুর ডেপুটি হাইকমিশনার বিরাগুম পলিসা। এবারের মেলার থিম পেরু।

এ বারের বইমেলায় প্রকাশ পেল মমতা বন্দোপাধ্যায়ের লেখা পাঁচটি বই, যার মধ্যে উল্লেখযোগ্য সেরা মমতা ১, সেরা মমতা ২, কথায় কথায়, পথের সাথী, সোজা-সাপটা। এ ছাড়া মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশ পেল বিশিষ্ট ব্যক্তিদের লেখা নতুন বইও।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বইমেলা শুধু বইয়ের মেলা নয়,হৃদয়কে জোড়াদেওয়ার মেলা৷ দুর্গাপূজা,বড়দিন,ঈদ,পয়লা বৈশাখের মতই বইমেলা একআনন্দ উৎসব৷ চলচ্চিত্র উৎসবের মতই রঙিন৷ এই মেলা মন দিয়ে অনুভব করার৷ফেসবুক,টুইটার,মোবাইল ইন্টারনেট,ট্যাবের যুগেও বইমেলা সমান জনপ্রিয়৷কারণ,এটাই আমাদের ঐতিহ্য৷ বইমেলা থেকে বই কেনার একটা আলাদা আনন্দ রয়েছে৷না কিনলেও,এই বেলা বইয়ের পাতায় চোখ বোলানোর মেলা৷’

মুখ্যমন্ত্রী আরওবলেন, ‘কলকাতা বইমেলা আন্তর্জাতিক ক্ষেত্রেও সামন জনপ্রিয়৷ শুধু বড় বড়সাহিত্যিকের নয়,এই মেলা লিটল ম্যাগাজিনেরও৷ প্রত্যেকটি স্টলের ভিতরেইরয়েছে অসামান্য সব সৃষ্টি,অসাধারণ প্রতিভা।’ বইমেলাকেমুখ্যমন্ত্রী ‘বইয়ের গ্রাসল্যান্ড’বলে উল্লেখ করেন৷

বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেলার দরজা। এ বারের মেলায় প্রায় ৬০০টি বইয়ের স্টল রয়েছে৷ এ ছাড়াওরয়েছে ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল৷ প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনকেশ্রদ্ধা জানিয়ে বইমেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে বিশেষ স্টল। যেখানে উঠে আসবে সুচিত্রা সেনের না দেখা অনেক ছবি,সিনেমার পোস্টার৷ মিলবেমহানায়িকার নিজের গলায় গাওয়া গানের ঝলকও।

শুধু তাই নয়,বইমেলায় থাকবেতিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান,জলসা,বিতর্ক,আলোচনাসভার মধ্য দিয়ে উঠে আসবে সাহিত্যের নানা সময়ের নানা দিক। অনু্ষ্ঠানে অংশ নেবেন মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে সাহিত্যিক শংকর৷ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন সুরজিৎ ও বন্ধুরা,রূপম ইসলাম প্রমুখ৷ ৭ ফেব্রুয়ারি বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে দেওয়া হবে‘জীবনব্যাপী সাহিত্য সম্মান’৷ তাকে প্রদান করা হবে পাঁচ লাখ টাকা। বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর