thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

২০১৪ জানুয়ারি ২৯ ১২:১৯:১৮
সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথের পল্লীতে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে মঙ্গলবার রাতে শাহজালাল এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চান মিয়া দ্য রিপোর্টকে বলেন, ‘প্রতিদিনের মতো দোকানঘর বন্ধ করে বাসায় চলে যাই। দোকানের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করি। রাত আনুমানিক ৩টায় হঠাৎ দোকান ঘরে আগুন ধরে। আগুনের তীব্রতা বাসার মধ্যে এসে পৌঁছে। এ সময় আগুনের ধোয়ায় আমাদের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে চিৎকার শুরু করি। এতে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন।’ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শত্রুতাবশত কেউ আগুন দিতে পারে।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এমসি/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর