thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মুক্তি পাচ্ছেন রিজভী ও শিমুল বিশ্বাস

২০১৪ জানুয়ারি ২৯ ১২:৫৭:২৩
মুক্তি পাচ্ছেন রিজভী ও শিমুল বিশ্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস মুক্তি পেতে যাচ্ছেন। কাশিমপুর কারাগার থেকে বুধবার তাদের মুক্তি দেওয়া হতে পারে বলে জানা গেছে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। বুধবার বিকেলে তাদের মুক্তি দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে রিজভী আহমেদকে বিএনপির দলীয় কার্যালয় থেকে আটক করা হয়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৮ নভেম্বর শিমুল বিশ্বাসকে আটক করে।

(দ্য রিপোর্ট/ এমএইচ/ ইইউ/ এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর