thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

হোটেল কক্ষের চাবির বিকল্প স্মার্টফোন!

২০১৪ জানুয়ারি ২৯ ১৩:০৪:১৯
হোটেল কক্ষের চাবির বিকল্প স্মার্টফোন!

দ্য রিপোর্ট ডেস্ক : আপনার কি স্মার্টফোন আছে? তাহলে আর হোটেলের চাবি হারানোর ভয় নেই আপনার। এমনকি চাবি নিতে অভ্যর্থনা টেবিলের সামনে দাঁড়াতেও হবে না আপনাকে।

ভাবছেন কীভাবে? আসলে হোটেল কর্তৃপক্ষ অতিথিদের ফোনের অ্যাপসের মাধ্যমে ডিজিটাল চাবি দিয়ে যাবে। যা দিয়ে খুলবে তালা।

এই ডিজিটাল চাবি দেওয়ার পরিকল্পনা করেছে স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ। একশ’রও বেশি দেশে সাড়ে ১১শ’রও বেশি হোটেল আছে প্রতিষ্ঠানটির। আগামী দুই মাসের মধ্যে নিউইয়র্কের অ্যালফট ও ক্যালির্ফোনিয়ার কিউপার্টিনোর দুইটি হোটেলে ডিজিটাল চাবির সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ক্যালির্ফোনিয়ার কিউপার্টিনোতেই অ্যাপলের সদর দফতর অবস্থিত।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে সবগুলো হোটেলে এ সুবিধা চালু করবে স্টারউড। (সূত্র: সিএনএন)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর