thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ফকিরাপুলে মোটরসাইকেল চোর আটক

২০১৪ জানুয়ারি ২৯ ১৩:৪৫:৫০
ফকিরাপুলে মোটরসাইকেল চোর আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজু (২২) নামের একজনকে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫/২৩ ফকিরাপুল প্রিন্স হোটেলের সামনে এক ছিনতাইকারী একটি ওয়ালটন মোটরসাইকেল রিকশায় উঠানোর সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা তাকে মারধর করে। খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক দুলাল কুণ্ডু তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দুলাল কুণ্ডু আরও জানান, মোটরসাইকেলের মালিক শাহজাহান খান রবি। তিনি ফকিরাপুল শাখার সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর