thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ

২০১৪ জানুয়ারি ২৯ ১৪:০০:৫৭
সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা জিয়াউল ইসলাম (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জিয়াউল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউল স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি সদর উপজেলার দহাকুলা গ্রামের আজিমউদ্দীন সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, যৌথবাহিনীর সদস্যরা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নাশকতা, পুলিশের ওপর হামলা, গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি মামলার আসামি ধরতে যান। যৌথবাহিনীর সদস্যরা তিন রাস্তার মোড়ে পৌঁছলে যুবদল নেতা জিয়াউল ইসলাম ও তার সহযোগীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় যৌথবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে জিয়াউল ইসলাম গুলিবিদ্ধ হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলিকা ঘোষ জানান, তার শরীরে অস্ত্রপচার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/ এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর