thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

দক্ষিণ আফ্রিকায় গণধর্ষণকারীর যাবজ্জীবন

২০১৩ নভেম্বর ০২ ২০:৪২:৩৮
দক্ষিণ আফ্রিকায় গণধর্ষণকারীর যাবজ্জীবন

দিরিপোর্ট২৪ ডেস্ক : গণধর্ষণ ও হত্যার অভিযোগে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি আদালত। খবর আলজাজিরার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে ১৭ বছর বয়সি অ্যানেনি বয়সেনকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিল ২১ বছর বয়সি জোহান্নেস কানা। ধর্ষণ ও হত্যার অপরাধ প্রমাণ হওয়ায় শুক্রবার তাকে দুটি মামলায় দুই বার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

কানার অপরাধ প্রমাণিত হলেও অন্য দুই জন অভিযুক্তের বিপক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি আদালত।

দেশটির ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি এ রায়কে অভিনন্দন জানিয়েছে। দেশজুড়ে যৌন হয়রানির বিরুদ্ধে এটিকে একটি বিজয় বলে উল্লেখ করে তারা।

পূর্ব কেপটাউনের একটি মদের বার থেকে বেরিয়ে আসার পর বয়সেনকে হামলা করে অভিযুক্তরা। এরপর তাকে ধর্ষণ করে একটি নির্মিতব্য ভবনের পাশে ফেলে রেখে যায়। এ অবস্থায় এক সিকিউরিটি গার্ড তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

যাবজ্জীবন জেল হওয়া কানা আদালতে বয়সেনকে শারীরিক আঘাত করা ও ধর্ষণের বিষয়টি স্বীকার করলেও হত্যার ব্যাপারটি অস্বীকার করে।

দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতিবছরে প্রায় ৬৫ হাজার যৌন হয়রানির অভিযোগ নথিভুক্ত হয়। তবে পুলিশ জানায় দেশটিতে ৩৬টি যৌন হয়রানিমূলক ঘটনার মধ্যে মাত্র একটি পুলিশের খাতায় লিপিবদ্ধ হয়।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০২, ২০১৩)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর