thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিক্ষক সমিতির ভোটগ্রহণ চলছে

২০১৪ জানুয়ারি ২৯ ১৪:০৮:২৭
শিক্ষক সমিতির ভোটগ্রহণ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন ‘জাবি শিক্ষক সমিতির’ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়।

এ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট এবং স্বতন্ত্র শিক্ষকদের সম্মিলিত প্যানেল ও সাধারণ শিক্ষক ফোরাম প্যানেল অংশ নিয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের জন্য লড়বে শিক্ষকরা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট এবং স্বতন্ত্র শিক্ষকদের সম্মিলিত প্যানেলের ব্যানারে অধ্যাপক ড. নঈম সুলতান এবং সাধারণ শিক্ষক ফোরাম প্যানেলের ব্যানারে অধ্যাপক ড. ফরিদ আহমেদ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ কামরুল আহসান ও প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ।

প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আকতার মাহমুদ।

(দ্য রিপোর্ট/এএস/এমসি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর